Showing posts with label About Me. Show all posts
Showing posts with label About Me. Show all posts

Tuesday, December 16, 2014

রীতিমত ভালবাসা; তাও আবার সখের নয় একেবারে মনের বশে



আমি শাওন, স্বাধীন বাংলাদেশের একজন গর্বিত স্বাধীন নাগরিক। আমার ব্লগের নামটি দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার উপস্থাপনার বিষয় বস্তু।

হ্যাঁ, খুব ছোট বেলা থেকেই আকাশে উড়তে চাইতাম ঠিক কবুতরের মত করেই। কিন্তু বিজ্ঞান ভীতি আমাকে সেই আশা পূরণে পাইলট হবার স্বপ্ন থেকে বঞ্চিত করে দিলো। আর সেই থেকে এই বাক বাকুম পায়রা গুলোকে ভালবেসে ফেললাম।

রীতিমত ভালবাসা; তাও আবার সখের বশে নয় একেবারে মনের বশে। 

আর এই ভালবাসাকে লালন পালন করতে রীতিমত বেশ ধকল ও সামলাতে হয়েছে শুরুর দিকে। ঠিক যেন বাবার মতন সংসার দায়িত্ব পালন করা। হাস্যকর লাগছে তাই না।

এটাই স্বাভাবিক, কিন্তু এই ভালবাসা যাকে পেয়েছে সেই বলতে পারবে চোখের সামনে যখন কোন একটা কবুতরকে অসুস্থ হতে দেখলে তার চিকিৎসা নিশ্চিত করে সুস্থতা ফিরিয়ে দিতে কতটা বেগ পেতে হয়েছে।

আর সামগ্রিক জ্ঞান অভাবের কারনে অনেককেই তার ভালবাসা বিসর্জন দিতে হয়েছে। তবে আমি আজ বেশ ভালভাবেই আমার সন্তানের যত্ন নিতে পারি। আর সেই জানা অজানা জ্ঞান গুলোকে শেয়ার করতেই আমার এই ব্লগ যাত্রা।

চেষ্টা করবো কবুতর সন্মন্ধে যাবতীয় তথ্য দিয়ে নিল আকাশে ভালবাসায় পূর্ণ করে দিতে। আশা করি সঙ্গে থাকবেন।

Copyright © 2014 All about Pigeon