Tuesday, December 16, 2014

ভাইরাস | ব্যাকটেরিয়া | ফাংগাস




একটি আক্রমন আপনার সমস্ত কবুতরকে আক্রান্ত করে মেরে ফেলতে পারে 



কবুতরের ব্যাকটেরিয়াজনিত রোগ সাধারনত নিম্নলিখিত কারণে হয়ে থাকে-

  • খাদ্যদূষণ জনিত কারণে
  • পানিদূষণ জনিত কারণে
  • বিভিন্ন ধরনের পোকামাকড়ের কামড়ের কারণে
  • কোন স্থানে ক্ষতের সৃষ্টি হলে
  • শ্বাসতন্ত্রের সমস্যার জন্য নাক দিয়ে শ্লেষ্মা বা নিঃসৃত পদার্থের কারণে ইত্যাদি।




কবুতরের ভাইরাসজনিত রোগ নিম্নলিখিত  কারণে হয়ে থাকে-

  • দুষিত পানি পান করলে 
  • অসুস্থপাখির নাকের শ্লেষ্মা বা অন্যান্য বায়ুঘটিত (Airborne) জীবাণু দ্বারা আক্রান্ত হলে ইত্যাদি।


কবুতরের ফাংগাসজনিত (Fungus) রোগসমূহ নিম্নলিখিত  কারণে হয়ে থাকে:

  • ভেঁজা, স্যাতস্যাতে জায়গায় বসবাস করলে
  • দূষিত বায়ুপ্রবাহের কারণে
  • দূষিত পানির মাধ্যমে

কবুতরের প্রোটোজোয়া (Protozoan) জনিত রোগ সাধারনতঃ 

কবুতরের মা-বাবা (Parent birds) হতে আসে। তাছাড়া মা কবুতর যখন মুখের মাধ্যমে সন্তানকে খাদ্য খাওয়ায় তখন প্রোটোজোয়াজনিত রোগ মা হতে সন্তানে চলে আসে।


কবুতরের পরজীবীজনিত (Parasitic) রোগ সমূহ সাধারনতঃ 

কৃমির ডিম বা লার্ভা বা পরজীবীর জীবনচক্রের কোন ধাপ (Stage) যদি কবুতর খেয়ে ফেলে তাহলে পরজীবীজনিত রোগ সমূহ হয়ে থাকে।


তাছাড়া কবুতরের কোন কোন সময় বিভিন্ন ভিটামিন ও মিনারেল এর অভাবজনিত রোগ হতে পারে। যেমন: Plethora নামক রোগ কবুতরের হয়ে থাকে।

0 comments:

Post a Comment

Copyright © 2014 All about Pigeon